Posts

গল্প

ফাসি : পর্ব ১

June 27, 2025

শিহাবুজ্জামান শাওন

56
View

প্রথম পর্ব
,,,    ফাসি
,জেলার সাহেবঃদুদিন পর তোমার ফাসি, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।আমরা যথা সাদ্ধো চেষ্টা করবো।
আমিঃস্যার এই দুইটা চিঠি, আমার খুব কাছের মানুষের কাছে পউছে দিতে পারবেন,😭এটাই আমার শেষ ইচ্ছা স্যার।😭..।।
জেলার সাহেব ঃতাদের নাম ঠিকানা বলো। 
আমিঃঅন্য কিছু না চেয়ে না বলে সামান্য এই চিঠি তোমার শেষ ইচ্ছা।কি এমন আছে এই চিঠিতে? 
আমিঃআমার না বলা কথা
জেলার সাহেবঃআমি কি জানতে পারি সে-সব  কথা? 
আমিঃস্যার আমার কষ্টের জীবন কাহিনি শুনে কি করবেন,দুঃখ কষ্ট অবহেলা লাঞ্চনা ছাড়া আমার জীবনে আর কিছু নেই।যার জন্য আমি শুধু মরনের প্রহর গুনছিআচ্ছা স্যার ভালোবাসা কি অন্যায় অপরাধজেলার সাহেবঃভালবাসা কি এক অদ্ভুত,অনুভূতি যখন কাওকে ভালবাসি না তখন ভাবি সবাই ভালবাসে আমি কেন ভালবাসি না কাওকে ভালবাসার মধ্যে তো কি অদ্ভুত আবেগময় অনুভূতি আর যখন কাওকে ভালবেসে ২জন চলতে থাকি তখন মনে হয় তাকে না পেলে জীবনের ওই আনন্দময় মুহূর্ত জীবনের মানে কি বোঝতাম না হাজারো স্বপ্ন বূন্তে থাকি দুইজনে ২জনের জন্য,, আর যখন তার সাথে রাগ অভিমান ঝগড়া হয় সে বোঝতে চাইনা তখন বোঝা যাই যে এই জীবন কতটা অসহায় অভাগা ?!!
যখন তোমার কাছে ভালবাসা অজানা বোঝবেনা সুখ কি?!
যখন কাউকে ভালবাসবে তখন বোঝবে ব্যথা কি?!
যখন তোমার ভালবাসা হারিয়ে ফেলবে বোঝবে জীবন কি
😭😭তাকিয়ে দেখি স্যারের চোখে পানি
আমিঃস্যার আপনি কাদছেন?
জেলার সাহেবঃনা তেমন কিছু না আশা করি বুঝতে পারছো ভালোবাসা কোনো অন্যায় অপরাধ না
আমিঃখুব ইচ্ছে করে ফিরে যেতে😑 
সেই দিনগুলোতে
যে দিনগুলোতে ছিল না 
কোন মিথ্যা মায়া 
আর............. 😔😔😔😔
কারো লোক দেখানো 
ভালোবাসাআমরা তাদের জন্যে নিজের চোখের জল ফেলি 😭😪

যাদের কল্পনায় আমাদের কোনো অস্তিত্ব নেই 🤔স্যার দুদিন পর হয়তো আমি থাকবো না,আমাকে যখন ফাসির মঞ্চে নেওয়া হবে আমর ফাসি হয়ে গেলে দয়া করে তাদের কাছে চিঠি দুইঠা পাঠায় দিয়েন।
জেলার সাহেবঃ খুব শুনতে ইচ্ছা হচ্ছে তোমার জীবন কাহিনি বলবে আমায়,, কি এমন ঘটেছিলো  যার জন্য তোমার আজ ফাসি।কোনোদিন তো তোমার মা বাবা বোনদেরো আস্তে দেখি নাই জেল খানায়।শুধু হাইকোর্ট এ তোমার নামে সাক্ষি দিতে দেখেছি। এর পর আর দেখি নাই।কেমন মা বাবা যে তাদের সন্তানের নামে সাক্ষি দিলো, কি এমন ঘটেছিলো যার জন্য তারা তোমার মা বাবা হয়ে তোমায় ফাসির মঞ্চে চরালো।
আমিঃশুনতে চান কেনো তারা আমার নামে সাক্ষি দিয়েছে তাহলে শুনুন
চলবে..........

Comments

    Please login to post comment. Login