ভাগ্যহীন বলে আর কত দিন ঠকাবে এভাবে
গরিব দুঃখী কাঙ্গাল বলে সয়ে থাকবে নীরবে?
বেদনায় ভারাক্রান্ত হয়ে কাটাবে কত রাতি
দুঃখ কি তাদের গলার মালা চির সাথী।
ঐ দেখ সাধুর বেশে ওরা ভয়ংকর
দীন দুঃখীর মুখের খাবার নিতে তৎপর।
আতর গোলাপ পোশাকে লাগায়, কত সুগন্ধি ছড়ে
মানুষরূপী শয়তান এরা, কালিমায় ঢাকা অন্তরে।
মুখে বলে নশ্বর জীবন আর অট্টালিকা গড়ে
দু’মুঠো ভাত নাহি বিলায গরিবের তরে।
ওরা আত্ম পীড়িতের শোনে না চিৎকার যেন নিষ্প্রাণ
পেটে ক্ষুধা নিয়ে তাদের তোমরা কেন করো সম্মান?
ওরা সাধু নয়, সাধুর পোশাকে লেবাসধারী
ওরা শোষক, ওরা লুটেরা, সমাজে অত্যাচারী।
ওরা গরিব দুঃখীর শোষণের কথা ভাবে সারাক্ষণ
এদের কাছে ধর্ম, বর্ণ কেউ নয় আপন।
এরা লুটেপুটে সমাজ চুষে গড়েছে ভান্ডার
এরা বোঝে না কভু গরিবের ব্যথা হাহাকার।
ধর্ম-বর্ণ সব ভুলে হাত বাড়াও দীন দুঃখীনিরে
ভন্ডামি যত করে পরাহত, চলো সত্যের পথ ধরে।