Posts

কবিতা

মরহুম

June 27, 2025

মো. গোলাম কিবরিয়া

76
View

অন্ধকার কুটিরে আমি বয়স বৃদ্ধ 
আলো জ্বালাবার কেউ নেই
ছেলেমেয়েরা হয়তো ব্যস্ত
প্রানপ্রিয় সহধর্মিণী গিয়েছে 
একা রেখে আগেই।


নাম ফলকে আমার নাম
স্পষ্ট দৃশ্যমান 
শুধু ব্যতিক্রম 'মরহুম '  লিখা।


কুটিরের উপরে ঘাস বেড়ে উঠেছে
চিত্তাকর্ষক, যেন শিল্পীর আকাঁ।
বর্ষার পানি ছুই ছুই করছে
বন্যায় প্লাবিত হওয়া অপেক্ষায় 
তারই মাঝে কাঁদা মাটি ঘিরেছে আমায়
নাড়া চাড়া করতে পারছি না।
আমি বয়স বৃদ্ধ একা রয়েছি পরে
অন্ধকার সারে তিন হাত মাটির ঘরে।

Comments

    Please login to post comment. Login