গরিবের ঘরে মুমূর্ষু রোগী
করে আর্তনাদ
ব্যথায় রাত পোহাতে চায় না
বেদনা বিষাদ।
ঔষুধ নাই, পথ্য নাই
শুধু একটু পানি
এইটুকু পান করে সে
জুড়ায় আত্মাখানি।
পাশে ধনীর অট্টালিকা
শোনে না চিৎকার
বোঝে না কভু ব্যথির ব্যথা
কত হাহাকার।
আপেল, ডালিম, কমলা, মাল্টা
কিছুই চায় না তারা
এক মুঠো ভাত তবু জোটে না
নিদারুণ সর্বহারা।
হায়রে ধন, হায়রে সম্পদ
কি হবে আঁকড়ে ধরে
খালি হাতে আসা যাওয়া
সব রবে পড়ে।
সৃষ্টির সেরা মানুষ আমরা
মানুষে সেবি ভাই
ধর্ম-বর্ণ যেই হোক সে
কোন ভেদাভেদ নাই।