Posts

কবিতা

তোমার নামে আমার প্রেম

June 27, 2025

Md Ohid islam

46
View

তোমার চোখে দেখি আমি এক আকাশ স্বপ্নের,
নির্বাক নীলিমায় ডুবে যায় মন, ধীরে ধীরে।
তোমার হাসিতে বাজে এক রূপকথার সুর,
প্রেমের ভাষা যেন বোঝে না কোনো দূর।

চোখের ইশারায় তুমি বলে দাও শত কথা,
শব্দহীন ভালোবাসা ছুঁয়ে যায় মনপথ।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে এক নতুন বসন্ত,
তোমায় পেলে হারিয়ে যায় সকল অতৃপ্তন্ত।

চাঁদের আলো মেখে তুমি রাতের কাব্য লেখো,
আমার হৃদয়জুড়ে রঙিন প্রেম রেখো।
তোমার নামেই জপে যাই প্রতিটা নিশ্বাসে,
তোমার ছায়ায় পাই আমি শান্তি অনন্ত আশ্বাসে।

সময় থেমে যায় তোমার একটুখানি স্পর্শে,
জীবনের মানে খুঁজি শুধু তোমার পরশে।
তুমি ছাড়া শূন্য লাগে এই পৃথিবীর বুকে,
তোমার হাসি আমার প্রাণ, হৃদয়ে রবে সুখে।

যদি কখনো হারিয়ে যাও দূর দিগন্তে,
জেনে রেখো, প্রেম আমার থাকবে চিরন্তনে।
তোমার স্মৃতির গন্ধ মেখে লিখবো কবিতাখানি,
প্রেমের পাতায় থাকবে তুমি—আমার প্রাণরানি।

Comments

    Please login to post comment. Login