Posts

কবিতা

বর্ণ বিচার

June 27, 2025

Muntasir Alom Saif Saif

54
View

                       বর্ণ বিচার

চেহারা সুরত বেঁধে মাটির আদম 

         বেটে -খাটো ,সরু- মোটা, অনেক রকম 

চামড়াটা কারো সাদা দুধের মতন 

        কারোটা কুচকুচে হাঁড়ির মতন। 

চুলের কারো মাথা বাড়ে একদম জ্যাম ,

            কারোটা ক্রিকেটার জন্য স্টেডিয়াম।

কালো চোখ কালো আর কারোটা নীল,

          কারো চোখ কি যে বলে, বোঝা মুশকিল! 

কারো নাক বোচঁা আর কারোটা সোজা

          কারো নাকে কত জোড় ঘুমে যায় বোঝা।

ওস্টের ঠিকানাটা নাসিকার নিচে, 

       সাদা দাতঁ থেমে থেমে উঁকি মারে পিছে।

চেহারায় ফিটফাট ভিতরে কেমন? 

         হৃদয়ের রং দেখে কে আছে এমন? 

মুখ দেখে ভালো আর পাবে চেনা দায়, 

          চরিত্র ,কাজ থেকে সৎ চেনা যায়। 

চামড়ার রঙের নয় মানুষের মান

          কাদের ধরন দুয়ে ঘরে ব্যবধান।

সাদা-কালো সকলেই সমান সমান,

          সবার শরীরে আছে একই উপাদান। 

বড় সেই," মন যার বিরাট উদার"

          সংকীর্ণতা যতো হীন কারবার।

রূপ নিয়ে মাথা ব্যাথা শুধুই অকারণ, 

        ছোট সেই ,"মনে যার কালো আবরণ"।

Comments

    Please login to post comment. Login