সেই যৌবনে যখন ভবঘুরে ছিলাম
(খুলনার রাস্তায়) ব্যস্ত সাইকেলে ফেরী করতাম মন
তখন, হ্যাঁ তখন,
কেউ একজন বলেছিলো,
পৃথিবীর বুকে এতো কি খোঁজেন
জটিল এ্যালজাবরা ত্রিকোণমিতি তো খুব বোঝেন
প্রেমের রসায়ন কতটা বোঝেন শুনি
ওগো গুণী ;
আসুন বসি,
বুঝিয়ে দেই প্রেম ভালোবাসা কারে কয়
প্রেম ভালোবাসা কি, শুধু কবিতাতে হয়?
ওই তো দেখুন,
কথার আগে আপনার চোখে জল
আকাশ প্রকৃতি ফুল পাখি আর মানুষের কোলাহল
ঘটিয়ে দিয়েছে নিয়মের ব্যত্যয়
আসুন একটিবার
ভালো করে দেই মন আর নিয়মের খেলা
গেঁথে দেই স্বত্বায়।
আরো বলেছিলো,
ফুল পাখি আর আকাশ বোঝেন
আমাকে বোঝেন কতো?
আসুন, বুঝুন,
পৃথিবীর বুকে প্রেমের বন্যা বয়ে যাক অবিরত
প্রেমই আসল শাশ্বত সুমহান
প্রেমই বাঁচায়, প্রেমই হাসায়, চলে প্রেমেরই জয়গান।
56
View