মাগো যাচ্ছি মহান কাজে
ফিরব রাত দশটা বাজে
করনো তুমি ভয়
অধিকারের এ দাবিতে শেষে আমাদেরি হবে জয়
মা বলবো, যা বাবা তবে ফিরিস তাড়াতাড়ি
রাধব আজ আমি তোর পছন্দের তরকারি
মাকি জানে ফিরবে না তার ছেলে
জানলে কি সে দিত ছেলের প্রান বিলিয়ে?
ছেলে নামল দাবী নিয়ে পথে
বৈষম্যের নামে কোটা প্রথা হবে সরাতে
পুলিকে ভয় করি না, করি না গুলির ভয়
বুক পেতে সাহসী ছেলে বলে চালাগুলি দেখি কত রক্ত বয়
নির্মম পাষাণ পুলিশ চালান গুলি শেষে
বাড়িতে তারও ছেলে আছে সে কথা কি ছিল না তার মনে?
খালি হলো বুক অসহায় এক মায়ের
এ অন্যায় কি মেনে নেয়া উচিৎ আমাদের?