Posts

নিউজ

অরওয়েল প্রাইজ জিতেছেন আইরিশ লেখক ডোনাল রায়ান

June 27, 2025

নিউজ ফ্যাক্টরি

101
View

চলতি বছরের অরওয়েল প্রাইজ জিতেছেন আইরিশ লেখক ডোনাল রায়ান। ২৫ জুন লন্ডনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের মান ঘোষণা করা হয়েছে। পলিটিক্যাল ফিকশন, সাংবাদিকতাসহ ৪টি বিভাগে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে।   

'হার্ট, বি অ্যাট পিস' উপন্যাসের জন্য পলিটিকাল ফিকশন ক্যাটাগরিতে অরওয়েল প্রাইজ পান ডোনাল রায়ান। তার প্রথম উপন্যাস 'দ্য স্পিনিং হার্ট' এর এক দশক পর ২০২৪ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়। এতে ২১টি ভিন্ন চরিত্রের মাধ্যমে আয়ারল্যান্ডের একটি ছোট শহরের গল্প বলা হয়েছে। 

অরওয়েল প্রাইজের বিচারক প্যানেলের সভাপতি উপন্যাসটিকে ব্যাতিক্রমী হিসেবে উল্লেখ করে বলেছেন, এই উপন্যাসে গ্রামীণ আয়ারল্যান্ডের একটি ছোট বঞ্চিত সম্প্রদায়ের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে, যারা তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অতীতের কারণে ভুগছে কিন্তু তা থেকে উত্তরণের চেষ্টাও করছে। 

ডোনাল রায়ান আয়ারল্যান্ডের জনপ্রিয় একজন লেখক। তিনি এ পর্যন্ত ৭টি উপন্যাস এবং একটি ছোটগল্পের সংকলন প্রকাশ করেছেন। ৪৮ বছর বয়সী এই লেখকের সব উপন্যাস আয়ারল্যান্ডে বেস্টসেলার তালিকার শীর্ষে রয়েছে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো, ‘স্ট্রেঞ্জ ফ্লাওয়ার্স’, ‘দ্য থিং এবাউট ডিসেম্বর’, ‘অল উই শ্যাল নো’।  

এদিকে ইউক্রেন যুদ্ধে নিহত ইউক্রেনীয় উপন্যাসিক ভিক্টোরিয়া অ্যামেলিনা তার ‘লুকিং অ্যাট উইমেন, লুকিং অ্যাট ওয়ার’ বইয়ের জন্য ননফিকশন ক্যাটাগরিতে মরণোত্তর অরওয়েল প্রাইজ পান। 

উল্লেখ্য, বিখ্যাত ইংরেজ উপন্যাসিক জর্জ অরওয়েলের সম্মানে প্রতি বছর অরওয়েল প্রাইজ দেওয়া হয়। এটি রাজনৈতিক লেখালেখির জন্য দেওয়া যুক্তরাজ্যের সর্বাধিক মর্যাদাপূর্ণ একটি পুরস্কার। ১৯৯৩ সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে।  

সূত্র: আরটিই 

Comments

    Please login to post comment. Login