বিশ্ব মুসলিম বসে আছো, তোমরা হও আগুয়ান
কোথায় চেঙ্গিস, গজনী, মামুদ, মোগল পাঠান!
কোথায় সুলতান, বঙ্গ বিজেতা, ঘুমে আছো মহাস্থান
কোথায় খালিদ,বিশ্ব বিজেতা, মহাবীর পালোয়ান।
সেরে খোদা হযরত আলী, কোথায় রয়েছ হায়
লৌহ কপাট ভেঙে ছিলে, খোদার মহিমায়।
কোথায় রয়েছ উল্কাপিণ্ড, আমর বিন আস
মুসলমান আজ ধুঁকে ধুঁকে মরে, করতেছে হাহুতাশ।
তারিক, মূসা, মূসান্না, উকবা, উবায়দা
রণ ঝড় বয়ছে ধরায়, তোমরা আজ কোথা?
তোমাদের ভয়ে গোটা বিশ্ব, হচ্ছিল থরথর
তোমরা আজ ঘুমিয়ে কবরে, নাই কিরে বংশধর?
বিশ্ব থেকে মুসলিম আজ, হচ্ছে রে উৎখাত
সে দিকে তোমাদের নাই রে খেয়াল, নিজে নিজে সংঘাত।
সবাই আজি এক হয়ে, ভুলে যাও বিদ্বেষ
নইলে বিশ্বে মুসলিম জাতি, আজ হয়ে যাবে শেষ।
খাচ্ছে মার আজ, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, লেবানন
ঘরে ঘরে আজি দূর্গ গড়ে, তোলো জাগরণ।
চালাও সবে মুসলিম, চালাও ওরে অভিযান
যুদ্ধ পোশাক সবে, করো পরিধান।
শিরে বাঁধ হেমলেট, হাতে লও তলোয়ার
বুকে আছে কালেমা, নাই কোনো পরোয়ার।
বাঁচলে গাজী, মরলে শহীদ, পাবো মোরা স্বর্গ
ধ্বংস করে দাও আজি, ঐ দুশমন দূর্গ।
খোদার রাজ্যে খোদার আইন, কায়েম করতে হবে
প্রলয় তাতে আসে যদি, আসুক এ ভবে।
লাথি মেরে আজি,ভাঙবে এখনি, জেরুজালেমের দূর্গ দ্বার
করে দাও ভস্মিভূত, হয়ে যাক একাকার।
জেরুজালেম আজ উদ্ধার করতে, শক্ত করবে হাত
দুশমনদের আর রেখো না ধরায়, করো রে নিপাত।
ভারত সাগর, আরব সাগর, আর মিশরের নীলনদ
গর্দান কেটে ফেলে দাও জলে, থেমে যাক স্রোত।
আবার মদিনা হতে মুসলিম জাহান, হবে রে শাষিত
যুগে যুগে সত্যের আলো, আবার হবে রে উৎভাসিত।