Posts

গল্প

ফাসি পর্ব : ২

June 28, 2025

শিহাবুজ্জামান শাওন

66
View

#ফাসি
#পর্বঃ২
#লেখকঃশিহাবুজ্জামান শাওন
,,,,,,,,,,,
,,,,,,,,,,,অতিত,,,,
,,
,,ছোট বোনঃএই ভাইয়া আর কতো ঘুমাবি উঠ এইবার।তর না আজকে কলেজের প্রথম দিন।উঠ না ভাইয়া 
আমিঃউম্মম 
ছোট বোনঃকি উম্মম উম্মম করতাছস।দেখ এইবার না উঠলে কিন্তু পানি ঢেলে দিবো।
আমিঃঅই অই অই চুন্নি সকাল সকাল আমার সাথে কি শুরু করলি।যা ভাগ আমায় ঘুমাতে দে।এই এই এটা কি করলি,তুই পানি দিলি কেন
ছোট বোনঃদিছি বেশ করছি কখন থেকে ডাকসি উঠিস না কেন। 
ধুম ধুম ধাম ধাম।বাংলা মাইর
ছোট বোনঃভ্যা ভ্যা ভ্যা ভ্যা😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
আম্মুঃ কিরে কাদিস কেন
ছোট বোনঃতোমার পুলায় আমায় মারছে।অর আজকে কলেজের প্রথম দিন ডাকতে গেছি উলটা আমায় ধরে মারলো😭😭( নেকা কান্না)
আম্মু ঃ খারা নবাব জাদার ঘুম বের করতাছি।
আমিঃআল্লহ গো আব্বা গো আমারে বাচাউ তোমার বউ আমারে মাইরা ফেলাইলো গো,
বাংলা মাইর,, ঝাটার বারি।।যে খাইছে সে বুঝে কিরম লাগে।
কি নবাব পুত্তের ঘুম ভাংছ নাকি আরো কিছু ডুছ দিতে হবে।
আমিঃনা না না আম্মু আর লাগবো না ঘুম ভাংছে।যা ফ্রেশ হয়ে নাশতা করা  কলেজে যা।
আমিঃ হুম।।
ফ্রেশ হতে হতে চলেন আমার পরিচয় দিয়ে লই।
আমি শিহাবুজ্জামান শাওন বাবা মার গুনোধর পুত্তুর  এইবার ইন্টার প্রথম   আমার ছুট্ট ডাইনি চুন্নি একটা বোন আছে নাম সাবিহা,ক্লাস সেভেনে পরে,বাবা একটা বিজনেজ করে বেশির ভাগ দেশের বাহিরেই কাটায়
আর আমায় এত্তক্ষন যে ঝাটা পিটা করলো মানে আমার আম্মু উনি থাক কমু না।পরে ঠিকি যানতে পারবেন।
আমার ফ্রেস হওয়া শেষ ব্রেকফাস্ট করে। আমার সাধের বাইকটা নিয়ে চললাম কলেজের দিকে। আর ভাবছি আজকে কলেজের প্রথম দিন তাই কোনো ঝামেলা করবো না একদম গুট বয় হয়ে থাকবো।
বাইক পার্ক করে ক্লাস রুমের দিকে হাটা ধরলাম। দফাস,,।। ।
ঠাসসসসসসস ঠাসসসসসসস।আমি অবাক 😮😮😮😮অই কুত্তা চোখ কই রেখে হাঠিস,
আমি চেয়ে দেখি একটা মেয়ে এই কথা গুলা বল্ল। 
আমিঃSORRY
মেয়েঃSORRY for what? মেয়ে মানুষ দেখলেই ধাক্কা খাইতে মন চায় যত্তসব ফালতু ছেলে। এসব বাজে ছেলে কিভাবে এই কলেজে এডমিশন করাইলো ধুর ধুর সকাল সকাল মন মেজাজ দুইটাই খারাপ করে দিলো।  
আমিঃআরে আজব ত আমি কি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিছি নাকি It's just accident.. 
মেয়েঃ accident my foot. সামনে থেকে সর কুত্তা। 
আমি তো থ হয়ে দারিয়ে আছি কি হয়লো কিছুই বুঝলাম না।
আপনেরাই বলেন তো আমি কি অইই পেত্নিরে ইচ্ছা করে ধাক্কা দিছি।৷ পেত্নি বললে ভুল হবে আমি কিন্তু ছোটো খাটো তারে দেইখা ক্রাস খাইছি,সেই জন্য তো কিছু কইলাম না, না হলে আমি শাওন কি মাল দেখাই দিতাম। আমি শাওন শেরপুরের মাল পুরাই ভেজাল ছাড়া অরজিনাল.😂।😂এসব ভাবতে ভাবতে ক্লাসে প্রবেশ করলাম।
কিরে মামা কি অবস্থা তর গালের এই বেহাল দসা কেন।কে চুম্মা দিছে।।
চেয়ে দেখি আমার পরানের দোস্ত রাকিব,আমি ডাকি চশমা রাকিব,করে হালাই এই বইয়সে এখনি চোখে দেখে না।আচ্ছা যাই হক।।।
আমিঃ মামা আর কইসা যা ঘটেছে সব বললাম হালায় তো সেই লেবেলের হাসি মারছে।।।।।হালারে দিলাম এক চিমটি 
। আউচচচচচচচ
রাকিবঃ এমন জুরে কেউ চিমটি মারে।জলতাছে এখন 
আমিঃআমি আছি কষ্টে আর তুই কেলাস দেখ কেমন লাগে।।
রাকিবঃ আচ্ছা সরি দোস্ত। 
আমিঃ এর প্রতিশোধ তো আমি নিবই।এই শাওন কি জিনিস আছে তারে বুজায় দিমু।।।শেরপুরের মাল পুরায় ভেজাল ছাড়া অরজিনাল এমন সময় স্যার প্রবেশ করে।আমরা সবাই দারিয়ে যাই।কিচ্ছুক্ষণ পর সেই পেত্নিটাও ক্লাসে প্রবেশ করে,আর আমার দিখে চোখ গরম করে তাকিয়ে থাকে।আমি চোখ নামিয়ে নেই।না হলে আবার ক্রাস খামো কিন্তু ক্রাস খাওয়া চলবে না।আগে এরে বুঝাবো আমি কি মাল তারপর না হয় ওটা পরে দেখা যাবে।আগে ক্লাস শেষ করি।
সবগুলা ক্লাস শেষ করে,আমি আর রাকিব বের হচ্ছি তখনি।
দেখি সেই পেত্নিটা তার কিছু বান্দনির সাথে বের হচ্ছে।তাই আমি ওদের শুনিয়ে শুনিয়ে বললাম, 
মামা ভাদাইমার বউ দেখবি। 
রাকিবঃমানে কার বউ।?
আমিঃ ভাদাইমা অই দেখ সামনে আইতাছে।
মেয়েঃঅই কুত্তা তুই কি কইলি।যেখানে আসিস সেখানেই খারা একদম নরবিনা।
আমিঃচুপ থাক মিসেস ভাদাইমা।এই বলে দিলাম এক হোসাইন বোল্টের মতো দোর।।আমারে আর পাই কে। আমি ওখানে থাকলে আমারে আলু ভরতা করতো।।।
এর পর রাকিব আমি বাসায় এসে পরলাম।। দুজনের বাসা পাসাপাসি।।৷ বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম।। এক ঘুমে বিকেল।। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মেরে বাসায় আসলাম।কিছুক্ষন পরে ডিনার করে সবার সাথে আড্ডা মেরে ঘুম।এক ঘুমে সকাল।ঝাটার বারি খাওয়ার পর এখন মোবাইলে এলারাম দিয়ে রাখছি।কাজেই এখন মার খাওয়ার কোনো ভয় নাই।।
ফ্রেস হয়ে ব্রেকফাস্ট করে চললাম কলেজের দিকে রাকিবো সাথে আছে।।।
কলেজে গিয়ে ঘটলো আর এক নতুন ঝামেলা।।।।

চলবে............

Comments

    Please login to post comment. Login