Posts

পোস্ট

একটু ভেবে দেখুন

June 28, 2025

Muhammad Muaaj

62
View

মনে রাখুন!আল্লাহকে ভালোবাসা তাকে বুঝা তাকে স্মরণ করা বা তার জিকির করা।তার কাছে শান্তি চাওয়া পরিপূর্ণ ভালোবাসা ভয়  আশা নির্ভরতার জন্য একমাত্র তাকেই নির্বাচন করা। যখন কারো মাঝে এসব গুণের একত্রে অস্তিত্ব পরিলক্ষিত হয়  তখন পৃথিবীতে তার জন্য জান্নাত তৈরি হয়। যে আল্লাহকে ভালোবাসে এসব গুণ থাকে এমনশান্তি বয়ে এনে দে যার  তুলনা এই পৃথিবীতে নেই। 

তার জন্য আত্মা যদি  পরিতৃপ্তি  আল্লাহর সাথে যদি আত্মার মজবুত সম্পর্ক থাকে  তবে আত্মা থেকে উদ্বেগ  দুশ্চিন্তা ও দুঃখ -বেদনা দূর হয়ে যাবে এবং এর বিপরীত অবস্থা অর্থাৎ যার আত্মার সম্পর্ক আল্লাহ ছাড়া অন্যের সাথে। যে আল্লাহর জিকির ভুলে যায় বা আল্লাহকে স্মরণ করতে ভুলে যাই এবং যে ব্যক্তি আল্লাহ তাকে যা দান করেছেন  তাতে খুশি তার চেয়ে বেশি আর কেউই দুঃখ কষ্টের সৎকীর্ণ নয় নয়। যারা আমাদের পূর্ব অতীত হয়ে গেছে তাদের ঘটনাবলী নিয়ে গবেষণা করে আমরা এর বাস্তবতাকে সত্যায়িত তো করতে পারি

Comments

    Please login to post comment. Login