Posts

পোস্ট

ভালো বাবার বৈশিষ্ট্য

June 28, 2025

Rezwana Roji

156
View

একজন ভালো বাবা হতে চাইলে, আগে এক জন ভালো স্বামী হতে হবে,,,

আপনি যদি ছেলে সন্তান এর বাবা হয়ে থাকেন তাহলে তো কোন কথাই নাই ছেলেরা ছোট বেলায় বাবাকে সব বিষয়ে কপি করে, আর ছোট বেলায় শিশুরা যা দেখে যা শেখে বড় হয়ে তার ই প্রতিফলন ঘটে, ভদ্রতা শিষ্টাচার ছোট বেলাতেই তৈরি হয়, আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসেন সম্মান করেন, তাহলে আপনার ছেলেও নারীদের সম্মান করতে শিখবে,

আর আপনার যদি একটি কন্যাসন্তান থাকে তাহলে আপনি তো তার আদর্শ আর কন্যাসন্তান টি একসময় একজন নারী হয়ে উঠবে, আর তখন যদি তার মায়ের সাথে করা আচরন গুলো মনে পড়ে যায় তাহলে আদর্শ মানার বদলে ঘৃনা করতে শিখবে,

তাই একজন ভালো বাবা হতে চাইলে অবশ্যই একজন ভালো স্বামী হতে হবে,,,,

Comments

    Please login to post comment. Login