Posts

কবিতা

ছদ্মবেশী সহচর

June 29, 2025

Milu Aman

132
View

উপহাস করে লাভ হবে না
ধরাশায়ী করতে পারবে না।
অবজ্ঞায় ভরা এই জীবনে
ভিন্ন পথের পথিক আমরা।
পথ ছাড়ো,
সারিবদ্ধ দীর্ঘ লাইন
তোমার শূন্যস্থান পূরণের
অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে।
রুফটপ ক্যাফের 
ব্যাকগ্রাউন্ডে লালন বাজে,
আধ্যাত্মবাদ অর্জনের জন্য
সেখানে দিতে হয় চড়া মূল্য।
নকল হাসির আড়ালে
আলো আসে চোখ ধাঁধিয়ে,
মুহূর্তে সব ঘোলাটে, অস্পট—
উলুবনে প্রতিভা বিকশিত!
নষ্ট করার মতো সময়
আর বেশি বাকি নাই।
কাঁটা ভরা বাঁকা পথেই
খুঁজে নিতে হবে দিশা।

Comments

    Please login to post comment. Login