Posts

গল্প

ফাসি : পর্ব ৩

June 29, 2025

শিহাবুজ্জামান শাওন

90
View

#ফাসি
#পর্বঃ৩
#লেখকঃশিহাবুজ্জামানশাওন
,,,,,,,,,,,,,,,. 
 

কলেজে ঢুকার সাথেই সাথেই আমাকে দেখিয়ে পুলাপান শুরু করছে ওই দেখ দেখ ইভটিজার যাইতাছে,
মেজাজ টাই খারাপ হয়ে গেছে। আমি রাগে চিৎকার করে সবাইকে বলি
চুপপপপপপপপপপপপপপ সবাই একসাথে সাইলেন্ট হয়ে গেলো। 
আমি কবে কারে ইভটিজিং করছি কেও কি বলবা।। 
সবাই চুপ।
আমি আবার বললাম কি হলো বলছো না কেনো।কিছু না যেনে শুনে হুদাই ফালপারো।।।তাদের মদ্ধে থেকে একজন বল্লো তুমি গতোকাল মাইশা ও তার বন্ধুদের ইভটিজিং বলে করছো।।।
মাইশা বল্লো তুমি আসলে যেনো তোমায় ইভটিজার বলে ডাকি।
হুমমমম এইবার বুঝলাম আসল কাহিনি।দেখতে যেমন কিউট ঠিক নামটাউ তেমন কিউট কিন্তু মেয়েতো নয় যেনো ধানি লংকা।
আমিও কম কিসে।এর প্রতিশোধ আমি ভালো করেই নিবো।খালি ভাবছি আম্মু যদি যান্তে পারে তাহলে আমার কি হবে,ওই উপর আলাই যানে।
এমন সময় পিয়ন চাচার ডাক, যে প্রিন্সিপাল ম্যাডাম ডাকছে।
এইরে কাম সারছে।।।।
কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।
গেলাম ম্যাডামের রুমে। 
may i coming mam
ম্যাডামঃyes come
কলেজে ক্লাস করতে আসো নাকি ইভটিজিং কোনটা।
আমিঃআসলে ম্যাডাম হইছেটা কি
ম্যাডামঃচুপপপপ থাকো।আমি ভাবতেও পারছি না তুমি এমন কাজ করবে।ছি ছি ছি শেষ মেষ ইভটিজিং, ভালো লাগলে প্রপোজ করবে,তাই বলে ইভটিজিং
আম্মু তুমিও না।।
আচ্ছা কি হইছে বল তো।
আমিঃপ্রথম দিনের কথা গুলা আম্মুকে  বললাম।
আম্মুও শুনে হাসচ্ছে।আম্মু তুমিও হাসচ্ছ
আম্মুঃহুম হাসারি তো কথা।। আচ্ছা মাইশাকে পছন্দ করিস।
আমিঃসত্যি বলবো নাকি মিথ্যা। 
আম্মুঃহেয়ালি না করে বল।ভালোবাসিস
আমিঃভালোবাসি কিনা জানি না।কিন্তু অরে দেখলে ভালো লাগে আবার রাগো হয়।
আম্মুঃএটা আবার কেমন কথা ভালোউবাসিস রাগও করিস।
হুম বুঝতে পারছি শুন একটা কথা বলি।ভালোবাসলে কখনো তার প্রতি রাগ করা যায় না।।।
আমিঃওকে আম্মু আমি ওরে শাস্তি দিতে চাইছিলাম কিন্তু না এখন আর শাস্তি না,শুধু ভালোবাসা হবে।তো আম্মু তোমার বউমা কেমন।
আম্মুঃ টক ঝাল মিষ্টি,তর সাথে জমবে আর তরে টাইট দিতে পারবে।
আমিঃ এখনি তার দলে চলে গেলে।ভবিষ্যতে কি হবে।আল্লাই মালুম
আপনারা ভাবছেন ম্যাডামের রুমে আম্মু কিভাবে আসলো।হাহাহাহা 
আম্মু এই কলেজের প্রিন্সিপাল। আচ্ছা গল্পে আসি।
আম্মুঃআচ্ছা এখন ক্লাসে যা।।।।   এরপর আমি ক্লাসে চলে গেলাম।সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেনো আমি কোনো এলিয়েন।। 👽👽
আমি কিছু না বলে সরাসরি রাকিবে কাছে গিয়ে বসে পরলাম। 
রাকিবঃমামা মন খারাপ করিস না এর একটা বিহিত করতে হবে। কি করা যায় বলতো।।
আমিঃনা মামা এটার একটাই বিহিত ওর সাথে রিলেশন করা।আমি অরে ভালোবেসে ফেলেছি।।তুই কিছু বুদ্দি দে।তুই তো রিলেশন করিস তানজিলার সাথে।মামা কিছু একটা উপায় বল।
রাকিবঃ উপায় উপায় উপায়।
আমিঃওই শালা কি উপায় উপায় শুরু করলি।কিছু তো একটা বল। চল আজকে আর ক্লাস করবো না।তর উপায় বের করবো।
আমিঃওকে চল মিনারে গিয়ে বসি।আর তর উপায় বের করি
আমিঃআচ্ছা চল।
মিনারে গিয়ে বসে বসে ভাবছি কি করা যায়।এমন সময় মাইশা এসে বলে কি কেমন দিলাম।
আমি চুপ করে আছি কোনো কথা বলছিনা।
মাইশাঃ ভুলেউ আমার সাথে আর লাগতে আসিস না।দেখসস সারা কলেজে ও প্রিন্সিপাল ম্যাডামের কাছে তকে ছোটো করলাম।পরেরবার আমার সাথে লাগার আগে ভেবে চিনতে লাগিস।। দেখলি তো আমি কি করতে পারি।
।।।।
আমি চুপ করে আছি কোনো কথা বলছিনা।মাইশা  অনেক কথা বলে চলে গেলো।।।  
রাকিবঃমামা যে অবস্থা দেখলাম আমার মনে হয়না তদের রিলেশন হবে।
আমিঃআমি যে কোনো মূল্যে মাইশাকে চাই।।।
এসব বলে বাসায় এসে পরলাম।
দিনকাল ভালোই চলছিলো, একদিন হঠাত দেখি,
চলবে...........

Comments

    Please login to post comment. Login