আসে সে সন্ধ্যা-নিশীথে,
মলিন মেঘের গোপন তলে,
চাহনি তাহার রহস্য-জড়িত,
স্বপন-মদির আঁখির কোলে।
কভু সে হাসে জোছনা-পাতে,
কভু বা কাঁদে শ্রাবণ ধারায়,
তারি পরশে রঙিন বসন্ত,
তারি বিরহ পল্লব ঝরায়।
কে সে কান্তা?
যার অচেনা মায়া?
স্বপ্নের দেশে যেন সুখের ছায়া!
ডাকি বারম্বার, দেখিতে তারে,
সে আসে শুধু নিদ্রার ছলে!
তারে রাখিয়া দিতে চাহি মোর পাশে,
তবু পাইনি ধরিতে তারে!
হেথা হেথা সে চঞ্চল বায়ে
তাহারে ধরি আমি কেমনে?
আসে সে নিশি-গোধূলি-ছায়ায়,
হারায় সে চির অচেনা ছলে!