" আম্মা, আব্বাজান আপনার সাথে একটা বিশেষ দরকারে জরুরি বৈঠক করতে চান। আপনাকে এখনি তিনি তার কক্ষে ডেকেছেন।" "ঠিক আছে। তাকে বলো আমি আসছি।" জালালউদ্দীন সম্মতি সূচক মাথা নাড়ে। কৈতুহল হয়ে ছেলের দিকে তাকায় জমিলাতুন্নেছা। তিনি স্বয়ং রুপকান্তিপুরের জমিদার মহিউদ্দিনের বেগম।সে উৎসুক হয়ে প্রশ্ন করে, "মেয়েটি কে,জালাল?"