কবিতা
মরতে পারি
অমল সরকার
আমি তোমার জন্য মরতে পারি
আমার জীবন দিয়েছি তোমারই,
তোমার প্রেমে পাগল হয়ে আছি
জীবন টা কুরবানী করে দিয়েছি।
তুমি দেখবে বিশ্ব দেখবে আমাকে
মরতে পারি তোমাকে ভালবেসে,
আমার চেয়ে তোমার মূল্য বেশি
মরার পরও দেখো কেমন হাসি।
আমি হবো নিস্বার্থ প্রেমিক জন
খাটি ভালবাসার কি যে ওজন,
বেইমানী করো আর না করো তাই
আমি ওসব ছলচতুর কখনো নাই।
একটি কথা পণ করে তোমায় চাই
আমার চোখে তুমি ছাড়া অন্য নাই।
৬/৫/২০২৫
73
View
Comments
-
Omol Sarkar 5 months ago
ভালবাসার একটি সুন্দর কবিতা যে ভালবাসার জন্য মরতেও পারে