যুদ্ধের ময়দানে
অমল সরকার
আমি এখন যুদ্ধের ময়দানে আছি।
লড়ে যাচ্ছি জানিনা মরি কিবা বাঁচি
আমাট প্রতিপক্ষ ভালবাসার মানুষ
যাকে না দেখলে হয়ে যাই যে বেহুশ।
সব চেয়ে আপন করেছি যাকে আমি
সেই আমার শত্রু আমার বিরোধী পক্ষ
লড়াই করি প্রেমের ধারালো অসি দিয়ে
তার চাহনির তরোয়ালের আগায় নিয়ে।
সর্ম্পকের রন কৌশলে ধরাশায়ী করে
যাদুকরি চুমুতে প্রাণে প্রাণে চেঁপে ধরে
যুদ্ধ করি দুই জনই শুধু সে আর আমি
রেফারি থাকে মাঝে অদৃশ্য অর্ন্তযামী।
কখনো হারাই ভালবাসার প্রেম রসে
আবার আমিও ভূপাতিত হই তার বসে
ভালবাসার এই যুদ্ধ চলছে বহু দিন ধরে
জানিনা শেষ হবে এ লড়াই হয়তো মরে।
এ যুদ্ধে মজা বেশি হৃদয়ে রক্ত ঝড়ে
দৈনিক বেঁচে ঔঠে সৈনারা আবার মরে।
৮/৫/২০২৫
উড়াল মন visit
77
View
Comments
-
Omol Sarkar 5 months ago
এই কবিতায় জীবন টাই যে একটি যুদ্ধ ক্ষেত্র তা প্রকাশ পেয়েছে
-
Omol Sarkar 5 months ago
জীবন সংগ্রামের এক সৈনিকের যুদ্ধের অভব্যাক্তির প্রতিফলন এই কবিতায়