মোড়লের মুখোশ দেখতে সরল, কাজের বেলায় ধরণধাজ
অন্তর তাদের জীর্ণ কুঠির, উপরেতে সাধুর সাজ।
লোক সমাজে কণ্ঠে তাদের ধ্বনিত হয় খোদার নাম
কাজের শেষে গরিব লোকে, দেয় না তারা একটু দাম
মুখে বলে দেশ দরদী, দেশকে কত ভালোবাসে
গরিব দুঃখী অনাহারীর, দাড়ায় নাকো তাদের পার্শ্বে।
এদের চোখে পড়ে না কভু, দ্বীন দুঃখীর আর্তনাদ
ক্ষুধার জ্বালায় অনাহারীর, ঘুম ধরেনা সারারাত।
বুক ফাঁটা কান্নায় শিশুর, জিহ্বা হয় ওষ্ঠাগত
কঠিন নিষ্ঠুর হৃদয় তাদের, হয় না তারা মর্মাহত।
বাহির চক্ষু স্বচ্ছ এদের, অন্তর চক্ষু অন্ধকার
গাড়ী বাড়ি অঢেল সম্পদ, তাই এদের অহংকার।
একই স্রষ্টার সৃষ্টি সবাই, অবহেলিত গরিব দল
কষ্ট তাদের গলার মালা, শুকায় নাকো চোখের জল।
বিত্তশালী এই মোড়লদের, লেখা হচ্ছে ইতিহাস
অথচ এরাই করছে শোষণ, গরিব দুঃখীর মুখের গ্রাস।