বিষের পেয়ালা
অমল সরকার
অমৃত সুধা ভেবে বাসলাম ভালো
হৃদয়ে প্রবেশে হয়েছে সে কালো
প্রদীপ ভেবে সেখানে জ্বালী আলো
কোথায় যেন সে হারিয়ে যে গেলো।
মধুমাখা মুখখানী দেখতে ইচ্ছে করে
হাসিলে আকাশ থেকে মুক্ত যে ঝড়ে
রুপের আলো আধার হয়ে যায় দূর
পরি বললে ভুল হয় যেন ঈশী হুর।
এই জীবনে যা পাওয়ার জন্য মরা
ভুল যায়গায় খেয়ে গেছি হায় ধরা
আমৃত সুধা মনে করে পিপাসায় তাই
ভুলে চুমুক দিলাম বিষের পেয়ালায়
জীবন আজ যায় চলে শেষের দিকে
ভালবাসা হলো আধার সম ফিকে।
114
View
Comments
-
Omol Sarkar 5 months ago
কবিতাটি একটি গভীর প্রেমের টানাপোড়েনে লেখা