Posts

গল্প

বিষে নীল দেহ (Premium)

August 16, 2025

Omol Sarkar

0
sold
বিষে নীল দেহ
অমল সরকার
উনপঞ্চাশ পর্ব

অফিসে সকল ষ্টাফকে দাওয়াত।দিলেন নাইমা কোম্পানির এমডি আলাউদ্দিন আলী। সবাই যেন অবশ্যই এদিন উপস্থিত থাকে তাও বললেন। প্রথমে শাওনকে তিনি বললেন
শাওন তুমি বস টেইলারিং থেকে স্যুট কোর্টের মাপটা আজই দিয়ে আসবে ওকে
-- শাওন এই হলো তোমার প্রয়োজনীয় কাগজ পত্র। অনেক গুলো দলিল শাওনের হাতে ধরিয়ে দিলো।শাওন চাকরির নিয়োগপত্র মনে করে হাতে নিয়ে দেখে এক হাজার কোটি টাকার মালিকানা শাওনের নামে ডিট করে দিয়েছেন। শাওন অবাক হয়ে স্যারকে
কাগজ ফেরত দিতে চায়। কিন্তু ততোক্ষনে তিনি বাউরে বেড়িয়ে গেছেন। শাওন ভাবে লোকটা পাগল নাকি? আলাউদ্দিন আলী বাড়ি ফিরে স্ত্রী মেয়ে নাইমা ও সাইমাকে বলে শোন তোমরা আমি এদিনের পার্টিতে তোমাদের একটি সারপ্রাইজ দেবো
নাইমা সাইমা বাবাকে এতোটা ভয় পায় যে কাছে না ডাকলে ইচ্ছেকৃভাবে কখনো বাবার মুখের সামনা সামনি হতে চায় না। এমনও দেখা গেছে নাইমাকে তার বাবা বললো তুই সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবি মরে গেলেও ওই আদেশ অমান্য করবেনা।
তবে স্ত্রী আলেয়া আলাদা। তিনি তার
মাতবরি ফলিয়ে গেলেন লোকটির ওপর। এখন সারপ্রাইজের কথা শুনে খুশি মনে বললো
-- কি সারপ্রাইজ দিবে বলনা?
-- বললে তো মজাই থাকেনা। তোমাদের চোখ কপালে উঠে যাবে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login