হও না একটা নদী,
বালুচরের সফেদ কাশের বন,
একটা আকাশ নীল,
মেঘের ভেলা ভাসুক যখন তখন।
হও না মেঠোপথ,
দু'পাশে থাক সবুজ দূর্বাঘাস,
ক্লান্ত পথিক আমি,
চরণ দুটোয় মিলুক অবকাশ।
হতে পারো গাছ!
তেপান্তরের বুড়ো বটের মতো,
শ্যামলতর ছায়ায়,
মুছিয়ে দিও তপ্ত রোদের ক্ষত।
হতে পারো তুমি,
সাঁঝের বাতির মৃদু আলোর রেখা,
সন্ধ্যা ছায়ার মায়ায়,
আংগিনাতে আলপনাটি আকাঁ।
হতে পারো নীড়,
পথের শেষে দূরের কোনো গাঁয়ে।
অপেক্ষাতে থেকো,
বেলাশেষে যদি ফিরি অবসন্ন পায়ে।
মে ৩, ২০২৪
ভ্যাংকুউভার, কানাডা