আমাকে দাও
--অমল সরকার
তোমার ওই হাতের চুড়ির শব্দ
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
শক্তিশালী হাতুড়ি।
তোমার হাতের আদরের হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
শয়তানকে মারতে।
তোমার হাতের ভালবাসার হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
শাসন দন্ড।
তোমার হাতের রান্নার যে হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
ছাল তোলা শক্তি।
তোমার হাতের সালামের হাত
আমাকে দাও
আমি তোমার হাতে তুলে দেব
সালাম ভক্তি।