Posts

কবিতা

ঘুমে জাগরণের

July 2, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

69
View

ঘুমে জাগরণে 

অমল সরকার 

যে ছবি দেখি আমি চোখের সামনে অনুক্ষণ
হৃদয়ে বেজে ওঠে বেঁচে থাকার মহা অনুরণ
বলে দেয় মনের কথা ভালবাসে আপন করে
বিলিয়ে দেয় আকাতরে নিজেকে আপনারে। 

স্বপ্ন আমার চির সাথী গাঁথা গলায় পড়া মালা
ভাবনায় জুড়ে বসা চরণ খানী শান্তিময় ডালা
ছাড়তে চাই যতো ওই টানের দড়ি ধরে টেনে
ভুলতে চাই যতোই ওই ছবি আরো মনে পড়ে। 

জানিনা কেন যে বেসেছিলাম ভালো ওই রুপ
নিজেকে বিলিয়ে দিয়ে ওই সাগরে দিলাম ডুব
সাতার কাটতে কাটতে ডুবে মরি আমি আজ
তাকে নিয়ে ভাবনা ছাড়া নেই যে কোন কাজ। 

শয়নে যার ছবি ভাসে চোখের সামনে রজনীতে
জাগরনে মাথায় এসে চেঁপে বসে আসন  পেতে
ঘুমিয়ে যাকে দেখি সারা রাত স্বপ্নের মধ্যিখানে
হাটি যখন তখন সামনে এসে দাঁড়ায়  আনমনে। 

ছেড়ে চলে গেল আমায় ভিকারী বানায়ে ভূবণে 
জানতাম না তার ছিল এই চালাকির নীরব মনে
পৃথিবীতে আমার মতো হতভাগা কয়জন আছে 
ভালবাসার কাছে হেরে গিয়েও ঘুরি তার পিছে। 

ঘুমে জাগরণের অসুখ জাঁপটে ধরে এই হৃদয়ে 
নেবে নাকি শেষ ঠিকানায় আমার প্রেমময় প্রিয়।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 5 months ago

    ভালবাসার লোককে সব সময় সামনে পাওয়া যায় তাই কবিতা ঘুমে জাগরণে