লাল ফিতা
অমল সরকার
ঘোন কালো মেঘবরণ মাথার চুল
লম্বস ফিতায় বাঁধা ওই মাথায় ফুল
টোল পড়া ফর্সা সুন্দর তোমার গাল
তার উপর মাথায় রঙ্গিন ফিতা লাল।
যেন কৃষ্ণ চূড়ায় ফুটে আছে শিমূল
পাতা ভরা গাছের শাখায় দুলছে চুল
তোমার কৃষ্ণ কালো হরিণী দু,চোখ
ভ্রু তে যেন বন বিহারিণী ব্ক্ষ ঝোপ।
চাহণি তোমার কাছে টানে এই হৃদয়া
মুখের মুক্তা ঝড়া হাসিতে কাড়ে হিয়া
নাঁকের নোলক টানে মন করে ভৈরবী
মন কাড়ে আরো কাড়ে জীবনের ছবি।
কানে তোমার কানপাশা ভূবণ জোড়া
সৌন্দর্য্য যেন ওইখানে বিশ্ব ভূবন ভরা
বেণীতে দোলে মালতি মালার সাথে
অন্তর হরণ করে নেয় মাদকতার তালে।
তোমার মাথার ফিতার লাল রঙের গুন
রোদ চমকে জ্বলে জগত জ্বলে ভূবণ
লাল ফিতার আগুন জ্বলে মরি যে আমি
প্রিয়া আমার মনকে বোঝাবে নাকি তুমি।
ভাবি শুধু ভাবি তোমার রুপের মহিমায়
কুল কিনারা পাইনা ওই স্বপ্নের সীমানায়
ঈশ্বর ভুলে নাকি আমার উপহারের জন্য
তুমি হয়েছো সুন্দরী ললনা অপূর্ব অনন্য।
তোমায় পেয়ে জীবন আমার ধন্য হলো
যেওনা এই জন্মে তুমি চোখের আলো
তোমারকে না পেলে মারা যাবো যে আমি
একথা জানো তুমি আর জানে অর্ন্তযামী।
লাল ফিতা যেন ডুবন্ত সূর্যের মহিমান্বিত
তোমার আমার ভালোবাসা সুর সংগীত।
69
View