Posts

কবিতা

কিছু শেষ হওয়ার পর

July 2, 2025

Mahmud Hasan Rojib

Original Author মাহমুদ হাসান রজিব

62
View

সময় পেলে কখনো,
মনে কইরো আমাকে—
ভুলে যেও না একেবারে
ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া এক চেনা মুখ যেন।

যখন হঠাৎ বৃষ্টির শব্দে
মনে পড়ে যায় পুরনো কথা,
যখন একাকী রাত গায়ে জড়িয়ে
শুধু নিঃশব্দে চলে যায় বাতাসের ব্যথা—

তখন একটুখানি ভেবো,
আমিও তো ছিলাম তোমার গল্পের পাতায়,
হয়তো একটুখানি মায়া ছিলো চোখে,
হয়তো ছিলো না বলা কথার ছায়ায়।

যদি কাঁধে হাত রাখার মতো কেউ না থাকে,
আর নিজেকেই মনে হয় অচেনা,
তখন একটুখানি মনে রেখো আমায়—
যেমন কেউ রাখে অদৃশ্য কোনো চিঠির ঠিকানা।

আমি দাবি করবো না ভালোবাসা,
চাইবো না ফিরে আসা সময়ের,
শুধু এতোটুকু—
যদি হৃদয়ে জমে কোনো মেঘ,
তার ছায়ায় একটুখানি আমিও থাকি।
 

Comments

    Please login to post comment. Login