উপন্যাস
বিষে নীল দেহ
অমল সরকার
(প্রথম পর্ব)
শ্রীপুর গ্রামের বাসিন্দা শাওন। সে ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়ে। স্বচ্ছল পরিবারের তিন ভাই বোনের সংসারে শাওন বড়। বাবা মা,র অনেক আশা আকাঙ্ক্ষার প্রতিক সে। লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট টিউশনি করে টাকা কামাই করে সংসারে যোগান দিয়ে থাকে। ছোট ভাই অয়ন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ছোট বোন শিউলি ক্লাশ টেনে পড়ে।
শাওন সংসারের জন্ অন্তপ্রাণ। বাবা এখন পরিশ্রম করতে পারেন না। যে কয়েক বিঘা জমি আছে তা দিয়ে সংসার চলে যায়। শাওনদের পরিবার স্বপ্নে গড়ার মতো একটি ভূসর্গর গড়ে তোলা। হঠাৎ একটি ঝড় এসে এই সংসার কে এক বিষাক্ত ছোবল মারে।
অশান্তি দুঃখ আর যন্ত্রণার ঘেরা টোপে নিপতিত হয় শাওনরা। যার জন্য নিজেকেই দ্বায়ী করে শাওন। কিন্তু অন্যরা তা মানতে রাজী নয়। মা বাবা ভাই বোন সবাই দোষ দেয় শাওনের প্রেমিকা নাইমাকে।
67
View
Comments
-
Omol Sarkar 5 months ago
আটপৌরে জীবন সংগ্রামের লিটল প্রেমের উপন্যাস