Posts

গল্প

মিছিলের সেই মেয়েটি

July 2, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

89
View

ছোট গল্প 

মিছিলের সে-ই মেয়েটি 

অমল সরকার 

হাজার হাজার মিছিলকারী রাজপথ প্রকম্পিত করে দ্বীপ্তপদভারে সামনে এগিয়ে যাচ্ছে। দিন দিন আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে। প্রতি দিন মিছিলে সমাগম বৃদ্ধি পেতে শুরু করেছে। পিঁপড়ের সারির মতো মানুষ মিছিলে যোগ দিচ্ছে। সড়কে গাড়ী পোড়া গন্ধ। বড় বড় দালানের বিভিন্ন তলা থেকে পোড়া গন্ধ বাতাসে ধাক্কা মে'রে নাকে ঢুকিয়ে দিচ্ছে। চারি দিকে ধ্বংস চিহ্ন চোখে পড়ে সরকার বিরোধী আন্দোলনের ঢাকা হয়ে ওঠে রনক্ষেত্র। যুদ্ধক্ষেত্র। সরকারের পটুয়া পুলিশ বাহিনীর সাথে ছাত্র জনতার চরম বিরোধের জেড় ধরে জ্বালাপ পোড়াও হয় সরকারি সম্পত্তির উপর।  শিউলী ছাত্র নেতা আন্দোলন শুরু হওয়ার পর থেকে আন্দোলনের সাথে যুক্ত রয়েছে।  মুর্হুমুর্হু শ্লোগান আর মিছিলে রাজপথ কেপে কেঁপে ওঠে।  সব সময় মিছিলের আগে  শিউলি কে দেখা যায়।  
ওই ধেয়ে আসে মিছিলের সেই মেয়েটি।

Comments

    Please login to post comment. Login