কবিতা
তোমার মধ্যে আমি
অমল সরকার
তোমার জন্য আমার এই প্রাণ
নিয়ে চলি নাকের মাঝে সুঘ্রাণ।
তুমি আমার ধ্যান সাধনা বাঁচা
তোমার ছাড়া হৃদয় খাঁচা ছাড়া।
তোমার প্রেমের সাগরে ডুবে মরি
প্রেম নদী পারের তুৃমিই যে কান্ডারী।
তোমার ছাড়া এই জীবন কল্পনাহীণ
তোমার ভালবাসা দুনিয়ায় তুলনাহীন।
আমার জীবন তোমার প্রানে জোড়া
তুমি বিশ্বমাঠে দৌড়ানো রেসের ঘোড়া।
71
View