কবিতা
একটি গল্প
অমল সরকার
আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো
যদি মন দিয়ে শোন তাহলে গল্পটি বলবো।
কাহিনি টি কোন ঐতিহাসিক নয় বাস্তব
ঘটনাটা কোন অ্লিল কল্পনার ফসলও না।
যে গল্পে সুখ ও আছে আবার দুঃখেও ভরা
আছে রোমান্টিকতা প্রেমের নাওয়ে বাদাম।
বেদনার উপাখ্যান আর কাব্যময় অনুভবের
চোখের জলে ভেসে চলা এক সাগরের কথা
গল্পটিতে মাত্র দুই টি মূল চরিত্রের উপর
একটি ছেলে একটি মেয়েকে ভালবাসে
একটি মেয়ে একটি ছেলে কে ভালবাসে
একদিন মেয়েটির অন্যখানে বিয়ে হলো।
মেয়ে মনে কষ্ট পেলেও মেনে নিলো সব
ছেলেটি বিরোহ জ্বালায় ভুগে ভুগে মরে।
এক সময় গল্পটি হৃদয়ের আগুনে জ্বলে
সব গুলো পাতাই শেষ হয়ে সমাপ্তি টানে।
60
View