নস্টালজিয়ার নষ্ট লজিক দিয়ে
নতুনকে উপেক্ষা করার চেষ্টা করি।
স্মৃতিবেদনায় কাতর হয়ে প্রহর গুনি,
কখন আবার সব আগের মতো হবে।
সময়ের জালে আটকে আছি,
কিছুতেই যেন সামনে যাওয়া যায় না।
ঘুরপাকে ফিরে ফিরে যাই
পুরনো সেই দিনগুলিতে।
অজান্তেই প্রতিটি মুহূর্তে পিছিয়ে যাই।
সময়ের তালে নিজেকে মেলাতে পারি না আর।
জেনে রেখো—
আগের মতো কিছুই আর হবে না,
কিছুই আর রবে না।
সময়ের প্রয়োজনে সবই বদলে যায়,
সবাই বদলায়।
নস্টালজিয়া, একটা বাক্সে ভরে রেখে দিও সযতনে।
কোন এক একাকীত্বের দিনে কিংবা বন্ধুদের আড্ডায়
স্মৃতি রোমন্থন করে নিও।
নতুনদের পথ থেকে সরে দাঁড়াও অথবা পাশে দাঁড়িয়ে
শুনে নিও তাদেরও কথা।
পুরনো নিয়ম উপড়ে ফেলে
এই বেড়াজাল তোমার ভাঙতেই হবে।
স্মৃতিবিধুরতার ফাঁদ ছেড়ে
নতুন স্মৃতি আঁকো।
