Posts

সত্তাশ্রয়ী

পদ্মার খালঃ কলঙ্কিত ইতিহাস মুছে যাক

July 2, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

75
View

পদ্মার খালঃ 
কলঙ্কিত ইতিহাস মুছে যাক 

অমল সরকার 

উনিশ শতকের প্রথম দিকের কথা ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমার গো্যালন্দ ঘাট থানায় ছিলো প্রমত্তা পদ্মা নদী। এই নদীর ভয়াবহতা এমনই ছিলো যে তাকে রাক্ষুসী পদ্মাও বলা হতো। উনিশ শতকের প্রথম দিকে গোয়ালন্দ এলাকায় একটি খাল ছিলো যার নাম ছিলো বুড়ি মরা খাল। দীর্ঘ অর্ধ শতক বুড়িমরা খাল নাম নিয়ে বেঁচে ছিলো।
ষাট সালে আবার পদ্মা ধেয়ে আসে সেই পঞ্চাশ বছর আগের যায়গায়। দুই তিন বছরে চর জেগে সেই যায়গায় আবার খাল সৃষ্টি হয় এবার নতুন নাম হয় বিহারী মারা খাল। পঞ্চাশ বছর কলঙ্কিত নান বহন করে আস্তেধীরে মুছে যাচ্ছে সেই পদ্মার খালের নাম। বর্তমানের গোয়ালন্দ পদ্মার মোড় নামক স্থান থেকে পূর্ব দিকের নামই ছিলো উপরোক্ত ইতিহাসে।

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 5 months ago

    একটি সত্য ঘটনা অবলম্বন করা হয়েছে