ঢাকার শহরটা দিনের বেলা যেমন ব্যস্ত, রাত নামলেই তেমনই রহস্যময়।আর ঠিক এই দুই বিপরীত সময়ের মাঝখানে হাঁটে আয়নান খান—একজন শান্ত চোখের ছেলে, যাকে দেখে বোঝার উপায় নেই সে একসময় দেশের কুখ্যাত অপরাধ জগতের মস্তানদের একজন ছিল।হ্যাঁ, একসময় তার নামেই কাঁপত লোক—“আয়নান ভাই” বলে ঢাকার নিচু দুনিয়ার লোকেরা কাঁপতো।হতভাগ্য যে কেউ তার রাস্তায় পড়ে, সে ফিরত না আর।কিন্তু তিন বছর আগে সে নিজেই উধাও হয়ে যায়, রাতারাতি মাফিয়া জীবন ছেড়ে এক অজানা মানুষে রূপ নেয়।এখন সে একটা বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার। বাঁচে খুব সাধারণ জীবন।