সেই তোমাকে আমি কখনোই ক্ষমা করিনি,
যে তুমি হাত ছুঁয়েও হাত ধরোনি।
দৃষ্টির মিলনে চোখে দেখনি নিজেকে,
জড়িয়ে ধরেও জায়গা দাওনি বুকে।
ঠোঁটে ঠোঁট রেখে যাওয়া চুম্বন,
যে চুমু ছিল কেবল সময়ের প্রয়োজন।
যে তোমার প্রতিশ্রুতির;
ভালো ভাষা থাকলেও,
দেয়া কথায় ভালবাসাটাই ছিল না।
সেই তোমাকে আমি,
কখনোই ক্ষমা করব না।
তোমার সত্য লুকানো চোখ,
মিথ্যে বলার ঠোঁট,
অপ্রেমে ছুঁয়ে যাওয়া আঙুল,
কিছুতেই কোন কিছুর ক্ষমা নেই।
তোমার স্মৃতি নিজের সাথে পোড়াতে,
আমার জ্বালানো সিগারেট তোমাকে ক্ষমা করবে না।
তোমাকে ক্ষমা করবে না,
শৈবাল পয়েন্টের ঢেউয়ের শব্দ।
যেহেতু সমুদ্র জানে,
ব্যথার সমুদ্র চেপে হয়েছি নিঃশব্দ।
তোমাকে ক্ষমা করবে না;
সেই প্রত্যেকটা শহর,
বোবা কান্নার স্বাক্ষী ছিল যে সমস্ত শহর।
তোমাকে ক্ষমা করবে না,
তোমার শরীরে আমার স্পর্শ,
তোমার জীবনে আমার স্মৃতি,
আমাদের বোনা স্বপ্ন,
আমার কবিতা আমার কোন কিছুই,
তোমাকে ক্ষমা করবে না কখনো।
এই পৃথিবী তোমাকে,
একবারও ক্ষমা করবে না।
কারণ ;
হয়তো আমি থাকবো না
কোন এক বাংলা কবিতার শেষ চার লাইনে,
তোমার প্রতারণা লেখা থাকবে তখনো।
❣️
ক্ষমা করবে না- কাজী নাবিল
শৈবাল গলফ বার, কক্সবাজার