নীলাঞ্জনার ফিরে আসা
(দ্বিতীয় পর্ব)
মা হিমাদ্রীর কাছে জানতে চায়
--- বাবা হিমু তুই আর যার চোখ ফাঁকি দিলেও আমার চোখ কিন্তু ফাঁকি দিতে পারবিনা। মা,র চোখের সাথে মনের যোগসূত্র থাকে। বেশ কিছু দিন দেখছি তুই ভিষণ ভাবছিস। কাকে নিয়ে কি নিয়ে ভাবিস তা কিন্তু আমাকে খুলে বলিসনি।
---- মা, তুমি আমার গর্ভধারিণী, তোমাকে তো আর মিথ্যা কথা বলতে পারবো না। তবে আজ নয় অন্য এক সময় বলবো তুমি দুশ্চিন্তা করোনা মা।
--- হিমু তোকে নিয়ে আমাদের আকাশ সম স্বপ্ন তুইই আমাদের অবলম্বন, সেই তুই যদি দুঃখ কষ্ট একা বহণ করিস। হিমাদ্রি রুটি খাচ্ছে, মাথা নিচু করে কি যন ভাবলো। মা,র মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি ঠোঁটে ফুটিয়ে বলে
--- আচ্ছা মা, আমি তো সব খুলে বলবো। মা শান্ত হল, কিন্তু পুরোপুরিটা নয়। বললো
--- তুই তো বেরুবি? যাই তোর বাবা খেতে দিতে হবে। বলে নিজের ঘরে চলে গেল। হিমাদ্রি তাকিয়ে রইলো মা,র চলে যাওয়ার দিকে। ভাবলো, নীলাঞ্জনাও হয়তো এভাবে চলে গেছে।
147
View
Comments
-
Omol Sarkar 6 months ago
একটি সুন্দর প্রেমের উপন্যাস
-
Omol Sarkar 6 months ago
প্রেমের সুখ দ্রোহ মিলিয়ে নীলাঞ্জনার ফিরে আসা