Posts

গল্প

নীরবে ভালোবাসা

July 3, 2025

Arabia afroze

50
View

অধ্যায় ১: প্রথম দেখা

ছোট শহরের এক কোণে শান্ত একটি স্কুল—ছাত শহর বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের সব চেয়ে মেধাবী আর আলোচিত ছেলেটির নাম ছিল জীবন হোসেন। যদিও সে ছেলেদের স্কুলে পড়ত, তবুওতার নাম, তার উপস্থিতি, আর তার গল্প ছড়িয়ে পড়েছিল মেয়েদের স্কুল অবধি। আর এই গল্পশুনেই মুগ্ধ হয়েছিল আরাবিয়া আফরোজ, এক শান্ত স্বভাবের মেয়ে, যার চোখে স্বপ্ন ছিল হাজারো, কিন্তু মনে ছিল একটাই নাম—জীবন।জীবন ছিল এমন এক চরিত্র, যে কারো একবার দেখা হলেই মনে থেকে যেত। তার চোখে ছিল আত্মবিশ্বাস, কথায় ছিল ভদ্রতা, আর আচরণে ছিল এক অনন্য ধরণ। ক্লাসের প্রতিটি মেয়েইহয়তো তাকে প্রশংসা করত, কিন্তু আরাবিয়া ছিল চুপচাপ।

Comments

    Please login to post comment. Login