মুঠো হাত
অমল সরকার
মুষ্টিবদ্ধ হাত ধরে আছে
অন্তরের জোড় শক্ত করে
সামনে ধেয়ে আসে নেকড়ে
শকুন নরপিশাচ।
সামাজিক সর্পলেজ দিয়ে বাঁধা
সাংবিধানিক দড়ির গিট
ধর্মীয় গোড়ামীর মন্ত্রের গন্ডিবদ্ধতায়
কোট কেটে আটকে আছে।
প্রচলিত গা ভাসা অলস নীতিমালা
কুড়ের বাদশাহ প্রবচণ ধারা ধরা
ভূতের পেছন হাটা গতিপথ
কাকের কণ্ঠে কুহুতান।।
মুঠোবদ্ধ হাত দিয়ে আঘাতে আঘাতে
ভেঙে ফেলো ওইসব কালা কানুন।
73
View
Comments
-
Omol Sarkar 5 months ago
অধিকার আদায়ের প্রতিক মুঠো হাত