ফুঁ দিলেই
অমল সরকার
নিপাট যন্ত্রণা উদগ্রীত ধুয়া প্রাণে প্রাণে
নিপিড়নের কড়িকাঠ শুকনো চুলায় দেয়া
ধরিত্রীর ক্ষুধার্থ জীব দন্ডায়মান।
বাবুর্চিরা নিজেকে রক্ষায় জ্বালে আগুন
শীত বাঁচনের প্রক্রিয়ায়
ধুয়া ওঠে আকাশে বাতাসে দেশে দেশে
আগুনের খেলায় তৃপ্তি মেটে ক্রীড়নকের চিত্তে।
ঘৃত মধু ঢেলে আয়োজন ঘুমহীন
প্রতি মূহুত চলছে চুলো জ্বালাবার আইন।
ফুঁ দিলেই জ্বলে উঠবে অনল শিখা
পুড়বি জ্বী হুজুরের আর স্যারদের গদি
লাল অগ্নিশিখা লাল পতাকা হয়ে
পতপত করে উড়বে নীল আকাশে।
59
View
Comments
-
Omol Sarkar 5 months ago
যন্ত্রণা জমে গারো হতে থাকে তখন ফুঁ দিলেই উপশম