সকালের শিশির এর স্নিগ্ধতায় যখন ভেঙে যায় ঘুম, ঠিক তখনই পাই তোমার পরশ,,,
হঠাৎ পথ চলতে গিয়ে আমি থমকে দাঁড়াই ; একি শিহরণ!
না সে তো শুধু তোমার পরশ,
বসন্তের দক্ষিণা বাতাসে ছুঁয়ে যায় গা,
তাতেও দেখি তোমার পরশ মাখা,
তোমার পরশ আমার শরীরে করে খেলা,
তোমারই পরশে কেটে যায় সারা বেলা.