ছোট গল্প
চোখ বন্ধ কর
অমল সরকার
কয়েক দিন হলো তিশা খুব ফাজলামো করে নিলয়ের সাথে। কাল হঠাৎ করে কাছে এসে বললো
--- নিলয়, আমার কাছে আয়।
--- কেন?
-- আমাকে জড়িয়ে ধর।
--- কি পাগলামি করিস, লোকে দেখলে কি বলবে?
--- যা বলে বলুক। আমি তোকে ভালবাসি ব্যাস। আমি তোকে ভালবেসে ফাঁসীর দড়িতে ঝুলতে রাজী। তিশার কথা না শুলে বিপদ। ছাড়বেইনা। নিরুপায় হয়ে ধরলাম জড়িয়ে। তিশা বললো
--- চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করলাম। তিশা এলোমেলো ভাবে চুমু খেয়ে চললো। ও এমন করবে আমি ভাবতেই পারিনি। তার পর থেকে তিশার যাদু জালে গভীরভাবে আটকে গেলাম।
54
View
Comments
-
Omol Sarkar 5 months ago
এক জোড়া কপোত কপোতির মুহুর্তের গল্প