কবিতা
একটু ভালো লাগা
অমল সরকার
সেই যে কবে কার কথা মনে পড়ে
প্রথম দেখা
অবাক বিষ্ময়কর চোখাচোখি হলো
ধপাস খেলাম।
ওই চোখ ওই মুখ ওই নাক ওই কান
টানলো ভিতরে
এগিয়ে যাই যাদুর মতো ভালোবাসে
ভৌতিক মন্ত্রে।
ক্রমে ক্রমে টানে টানে যাই বারবার
তোমার কাছে
কি চাই বুঝিনি তবু ধেয়ে গেছি রুপে
জানি নাই কিযে।
ভালোবাসা এমনই হয় পড়ে জানলাম
হারানোর পরে
তখন আর সময় ছিলো না এ জীবনে
ফিরে পাবো যে।
প্রেমের নাকি এটাই নিয়ম মহিষীরা বলে
হৃদয়ে শুধু জ্বলে
আগুন দেখা যায় না জ্বলে সর্বক্ষণ ধরে
শুভ মনটা পোড়ে।
87
View
Comments
-
Omol Sarkar 5 months ago
ভাল লাগা খুব আপেক্ষিক তত্ত্ব এটা সেই ভাল লাগার কবিতা