কবিতা
দহন শিখা
অমল সরকার
রোদের ছটা ঠিকরে পড়ে
সূর্য হাসে দাঁত বেড় করে
তাপে মানুষের শরীরে দহণ
জ্বলে জগত জ্বলছে দেহ।
দিন মজুরি খেটে খাওয়া
মানুষের হেসে গায় গান
রোদ্রকোজ্জল ঝলমলে
ঘেমে শীতলতা প্রলেবতায়।
দহণ শিখা দাউদাউ জ্বলে
অন্যায় কারীর হৃদপিণ্ডে
অনল গহ্বরের যন্ত্রণায় দগ্ধ
দাপুটে শক্তিশালী বলবান।
সব অত্যাচার পুড়ে ছাড় খাড়
পোড়া ইতিহাস ফিরবেনা আর।
61
View
Comments
-
Omol Sarkar 5 months ago
সাধারণ মানুষের সুখ দুঃখের কথায় লেখা