পল্টন মোর
অমল সরকার
পল্টন মোড়ে সে দিন রোদ দূপুরে
দাঁড়িয়ে ছিলে কার অপেক্ষায় ঘুরে,
হাতে ছিলো বই আর একটি ডাইরি
দুই হাতে দুইগাছা চুড়ি বাঁ হাতে ঘরি।
তাকিয়ে দেখলে বাসের নামা যাত্রী
আমি দেখলাম তোমার মনের আর্তি,
শুকনো আঁখিতে নামেনি তখন বান
কেঁদে ওঠে এই হৃদয় ভেঙে খান খান।
মনে রেখেছো নাকি ভুলে গেছো আজ
নাকি ডুবে গেছে আমার প্রেমের তাজ
তুমি ভুলে গেলেও আমি তো পারিনি
আমি হেরে গেছি তো তুমি কিন্তু হারোনি।
আশুগ ঝড়া রুপ ছিলোদেহে তোমার
কণ্ঠের সু ছিলো অনুরাগের বীনার তার
হার মানতো কোকিলের গলার গান
কেড়ে নিতো আমার এই দেহমন প্রাণ।
তোমাকে পাবার আশায় সর্বহারা আমি,
সুখের রাজ্যের রানী হয়ে চালাও তুমি
আজ আবার ইতিহাসের স্বাক্ষী পল্টনে
ভাবিনি এতো বছর পরে দেখা হবে।
পল্টন আমার মতোই দুঃখের দুঃখী
সব হারিয়ে ইতিহাসে হয়ে আছে স্বাক্ষী।
174
View
Comments
-
Omol Sarkar 5 months ago
অনেক দিন পর প্রেমিকার দেখা পল্টন মোড়ে