কবিতা
দূর অতিত
অমল সরকার
নাঁক শুকলে তোমার শরীরের গন্ধ পাই
শুঁকে শুঁকে খুঁজি অথচ তুমি নাই নাই।
চোখ মেলে দেখি সামনে দাঁড়িয়ে তুমি
আঁখি দুটি কচলে তাকালে শূন্য ভূমি।
আলো ছায়ায় দাঁড়িয়ে বাতাসে বল কথা
দৌড়ে গিয়ে ধরতে গেলে তুমি নও যে তা
চিড়ন চুলে হেলে দুলে মাথা উঁচু করে ঠায়
জড়িয়ে ধরি বুকের মাঝে বৃক্ষ ধরেছি হায়।
জল সাতারে কলকলিয়ে ডুব দিয়ে চলছো
জলের মধ্যে গুনগুনিয়ে সংলাপ বলছো
জাপটে ধরে ডাঙায় তুলে যেই আনি টেনে
মাছ হারিয়ে দিলে নিলাম আমি সব মেনে।
তুমি এখন দূর অতিত সাত সমুদ্রের পারে
তোমায় খুঁজি দেশদেশান্তরে গ্রহে উপগ্রহে
কোথায় তুমি আছো আমার অজানা দেহে
মোহের টানে স্মৃতির জালে বন্ধি কি সহে।
যতোই তুমি থাকো বহু দূর দূরান্তে অদৃশ্যে
রয়ে গেছো আমার মনে মনিকোঠা সাদৃশ্য
দূর কখনো দূর হয় যদি হৃদয়ে থাকে প্রেম
তোমাকে ভালবেসে আমি মৃত্যু করে পণ।
175
View
Comments
-
Omol Sarkar 5 months ago
প্রিয়াকে হারনোর ব্যথার কবিতা