দেশে যখন প্রযুক্তির বড় বড় প্রকল্প বাস্তবায়ন হয়, তখন সেই প্রকল্পে দেশের প্রকৌশলীরা নেতৃত্ব না দিয়ে দর্শক হয়ে থাকেন -এটা নিছক লজ্জার নয়, রীতিমতো জাতীয় দুর্ভাগ্য। চীনা প্রকৌশলীরা আমাদের জন্য সেতু বানিয়ে দিয়ে যায়, রুশ বিজ্ঞানীরা পরমাণু বিদ্যুৎকেন্দ্র বসিয়ে দিয়ে যায়, আর আমরা মুখস্থ করে যাচ্ছি তাদের প্রকল্পের পরিসংখ্যান! এটা কেবল শিক্ষার পরাজয় নয়, এটা স্বপ্নহীন উদাসীন এক জাতির আত্মবিক্রয়ের খামখেয়ালি দলিল।