কবিতা
চায়ের কাপে ধুয়া
অমল সরকার
গ্রামের টিউবওয়েলের স্বচ্ছ শীতল পানি
পানে তৃপ্তি মেটে গণমানুষের
প্রশান্তির মহোষুধ সংবিধান
রাষ্ট্রীয় নীতি মালায় যুথবদ্ধ শিকল
যথেচ্ছা ব্যবহারে বিকল যন্ত্রটি।
ক্রমে অযোগ্যতার ঘরে পা রাখে
এক ঘরে হয়ে পড়ে কল চাতাল।
ভীড় জমায় উষ্ণতায় প্রশান্তির খো্জে
মোড়ে বটতলার হাটে
শহরের ঘুপচিগলি বিলাসী দালানে
লোকগৃহে প্রবেশ করে মেহমান গরম ভাই
বৃদ্ধ যুবক তরুণ তরুণী শিশু কিশোরাও
ফুঁ দিয়ে গলাধঃকরণ।
কেটলির নল দিয়ে ধুয়া উঠছে উপরে
মিলিয়ে যায় শূন্য গগণে।
হাতল পাত্রে ব্যান্জনে চিনি
দুধ বা মশলা কিছু কিছু
বৃক্ষপত্র ঠাঁই করে নেয়ায় কদর
গরম জলে সিদ্ধ করে রস নিঃস্বরণ
চামচের বারীতে গুলিয়ে পাচন
দেহে জাগায় উত্তেজনা লাঠির আঘাতে।
চায়ের কাপের ধুয়া হোক
ধুম্রজালে মন্ত্রের বিরোধী
এক সঠিক মতবাদ, ফুঁ দিয়ে টেনে নেয়া
ওই পানীয় হোক রাষ্ট্রীয় তস্কের ঘারের ভূত
তাড়ানোর ঝাঁড় ফুঁক কার্যক্রম।
কেটলির নলের ধুয়া উঠুক
বিপ্লবী মিছিলের গণজাগরণের কোটি হাত
বজ্রমুষ্ঠিতে নীলাকাশের বৃষ্টিস্নাত।
62
View
Comments
-
Omol Sarkar 5 months ago
চায়ের কাপের ধুয়া ওঠে আকাশে আন্দোলনের মিছিল হয়ে