Posts

উপন্যাস

নীলাঞ্জনার ফিরে আসা

July 4, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

72
View

উপন্যাস 

নীলাঞ্জনার ফিরে আসা 

অমল সরকার 

(তৃতীয় পর্ব) 

প্রায় তিন বছর পর নীলাঞ্জনা মামা বাড়ি বেড়াতে এসেছে। হঠাৎ করে চলে এলেও মামা মামির আদরের ঘাটতি নাই। মামাতো বোন শেফালী তো সব সময় লেগেই থাকে নীলাঞ্জনার সাথে কখন কি প্রয়োজন কি খাবে কি পড়বে, এই নিয়েই শেফালী ব্যস্ত সময় পার করছে। মামাও চাকরি থেকে বাড়ি ফিরেই 
--- মা নীলা? ঘর থেকে দৌড়ে এসে নীলাঞ্জনা উত্তর দেয়। 
--- হ্যাঁ, মামা এসেছো।
--- নীলা, তোর কি কষ্ট হচ্ছে?
--- কি যে বলো মামা। তোমাদের আদর মমতায় আমি ভুলেই গেছি বাড়ি আছি না, এই বাড়িতে রয়েছি।
--- তোর যা মনে হয় আমাকে বলিস। লজ্জা করিস না। বলে তিনি ঘরে চলে গেলেন। নীলাঞ্জণা হাতে থাকা বইটি ঘরে রাখতে যায়। পিছনে ঘার ঘুরিয়ে দপখে শেফালী দাঁড়ানো।  নীলাঞ্জনা শেফালীর কাছে জানতে চায়
--- শেফালী, কিছু বলবি? 
--- বলবো নীলা, বলবো।
-- বলনা,কি বলবি?
--- না থাক। এখন না অন্য সময় বলবো।
নীলাঞ্জনা বোঝো সে কি জানতে চায়। নীলাও তার মনের কথা কাউকে শেয়ার করতে চায়না

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 5 months ago

    অপ্রকাশিত দুই টি প্রাণের ভালবাসার আখ্যান