গল্প
বিষে নীল দেহ
অমল সরকার
(দ্বিতীয় পর্ব)
আজ কয়েক দিন নাইমা বন্ধী জীবন কাটাচ্ছে। রাগ কিছুতেই মাটি হচ্ছেনা। মা পিয়ারা আক্তার কতো বুঝানোর চেষ্টা করছে। সব বৃথায় পর্যবসিত। বিরক্ত হয়ে গেছে পিয়ারা বেগম। তবু মা,র মন। মেয়ে খায়না। কোথাও বেড় হয়না।
অথচ দু,দিন আগেও ছিলো উল্টো। পিয়ারা নাইমার রুমে ঢুকে দেখে কি যেন লিখছে। কষ্ট একটু হালকা হয়। কাছে গিয়ে বলে
--- সকালের নাস্তা খাসনাই। এখনো কতো বেলা হয়ে গেল ভাত খাচ্ছিস না। কি রে নাইমা? তুই শুধু শুধু আমাকে কষ্ট দিআ্ছিস কেন।
--- মা। আমি তোমাকে কষ্ট দিতে পারি? তুমি নিজেই শুধু শুধু কষ্ট পাচ্ছো। যাকে কষ্ট দেওয়ার জন্য এসব সে কষ্ট পাচ্ছে কিনা? সেটাই সন্দেহ। অথচ তুমি আমার জন্য কষ্ট ভোগ করছো। আমার কিছু হবে মা।
--- বাবারে, পেটের সন্তান যদি নাওয়া খাওয়া বাদ দিয়ে মুখ ভার করে থাকে কোন মা চুপ করে থাকতে পারে বল?
-- আচ্ছা মা, তুমিই বলো শাওন যে ব্যবহারটা আমার সাথে করেছে, ও কি ঠিক করেছে?
-- পুরুষ মানুষ তাই একটু করেছে। তার জন্য তুই এতো জেদ ধরে রয়েছিস।
--- আমি শাওনকে শিক্ষা দিয়ে ছাড়বো। পিয়ারা জানে তার মোয়ে ভিষণ জেদি।
62
View
Comments
-
Omol Sarkar 5 months ago
প্রেমে যখন বিরহ আসে তখন যন্ত্রণা বিষিয়ে যায় দেহ