দুঃখের ঘর
অমল সরকার
সুখের রস টপটপ করে
পড়ছে গরম কড়াইয়ে
স্বার্থের ছ্যানাথ ছ্যানাত শব্দে
নেশাতুর ভোগী বাসনা
অমরত্বের বিরুদ্ধ বাতাস পাখা চালায়।
নীরন্তর্র চলছে খেলা ভবের হাটে
বেচা অলা বেশি কেনা অলা কম
তবুও সকাল সন্ধ্যা নিয়মে
বসে মেলা গভীর চম্বুকের।
চকচকে ইমিটেশনের তপস্যায় বসি
ধ্যান মগ্ন হই, চাই প্রার্থীব সুখ
ঐশ্বর্য শক্তি বিলাসের নগদায়ণ
সিঁড়ি বেয়ে ওপরে উঠে বসার প্রচেষ্টা।
স্বপ্নরাই লড়াই করে মাপঝোপে
থামাতে ব্যার্থ চেষ্টার কর্তা হয়ে
শুধু হা হুতাশ নিয়ে দু,ফোটা চোখের জল
আমৃত্যু বেঁচে থাকার দুঃখের সাগরে।
57
View
Comments
-
Omol Sarkar 5 months ago
দুঃখের ঘর কবিতা টি দুঃখের ভিতরকার কথা তুলে ধরা